চলতি ২০১৯ সালের দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার অর্থাৎ বর্ষসেরা খেলোয়াড়ের
জন্য ১০ জনের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বুধবার ২০১৯ সালের
‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর জন্য নিজেদের ওয়েবসাইটে সংক্ষিপ্ত এ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
যে তালিকায় যথারীতি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে সংক্ষিপ্ত
তালিকায় এবারও জায়গা হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমটা বেশ ভালো কেটেছে রোনালদোর। দলের
টানা অষ্টম সিরি-আ লিগ শিরোপা জয়ে রাখেন বড় অবদান। লিগে ২১টিসহ সব প্রতিযোগিতা মিলে
ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২৮ গোল করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। গত মৌসুমে সিরি-আ’র
সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ও নির্বাচিত হন পর্তুগিজ তারকা।
জাতীয় দলের হয়েও মৌসুমটা দারুণ কেটেছে রোনালদোর। গত মাসে তার নেতৃত্বে উয়েফা
নেশন্স লিগ জিতে পর্তুগাল। সেমিফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন ৩৪ বছর বয়সী এই
ফুটবল তারকা।
এদিকে বরাবরের মতো গত মৌসুমটাও দারুণ কেটেছে মেসির। বার্সেলোনাকে লা লিগা জেতাতে
রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কাতালান ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ও কোপা
দেল রে’র ফাইনালে ওঠাতেও বড় অবদান ছিল আর্জেন্টাইন তারকার।
দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও গত মৌসুমটাও দুর্দান্ত কাটে মেসির।
লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে একই সঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন
শু। চ্যাম্পিয়ন্স লিগেও করেন সর্বোচ্চ ১২ গোল। তবে জাতীয় দলের হয়ে আরও একবার হতাশ হতে
হয়েছে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারকে। কোপা আমেরিকার সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী
ব্রাজিলের কাছে হেরে যায় আর্জেন্টিনা।
তবে সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত নেইমারের গত মৌসুমটাও শেষ হয়েছে
হতাশায়। জানুয়ারিতে পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি। পরে কোপা আমেরিকার
জন্য জাতীয় দলে ফিরলেও আরেক দফা চোট পেয়ে ছিটকে যান তিনি।
গতবারও বর্ষসেরা ফুটবলারের ১০ জনের তালিকায় ছিলেন না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
১০ জনের সংক্ষিপ্ত তালিকা—
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) জুভেন্টাস
লিওনেল মেসি (আর্জেন্টিনা) বার্সেলোনা
ফ্রেংকি ডি ইয়ং (নেদারল্যান্ডস) আয়াক্স/বার্সেলোনা
মাটাইস ডি লিখট (নেদারল্যান্ডস) আয়াক্স/জুভেন্টাস
এডেন আজার (বেলজিয়াম) চেলসি/রিয়াল মাদ্রিদ
ভার্জিল ভন ডাইক (নেদারল্যান্ডস) লিভারপুল
হ্যারি কেইন (ইংল্যান্ড) টটেনহ্যাম হটস্পার
সাদিও মানে (সেনেগাল) লিভারপুল
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) পিএসজি
মোহামেদ সালাহ (মিশর) লিভারপুল