টপ পোষ্ট

শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি, অধিনায়ক তামিম

0

হঠাৎ করে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি কারণে
শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়কের। শ্রীলঙ্কা
সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন ওপেনার তামিম ইকবাল।

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে সংবাদ
সম্মেলন করে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি বিন
মুর্তজা

এরপর সন্ধ্যায় হঠাৎ করে এলো দুঃসংবাদ। সন্ধ্যায় বোলিং অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন
মাশরাফি। এরপর আর বোলিং করেননি। চোটটা এতটাই গুরুতর, শ্রীলঙ্কা সফরেই যাওয়া হচ্ছে না
তাঁ! যে চোট তাকে ভুগিয়েছে পুরো বিশ্বকাপেই, সেটিই আবার নতুন করে হানা দিয়েছে। ফলে
শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের
প্রধান আকরাম খান অবশ্য সন্ধ্যায় বলতে পারেননি কে হচ্ছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত
ওয়ানডে অধিনায়ক, ‘সিরিজ শুরু ২৬ জুলাই। এখনো দেরি আছে। এর মধ্যে বোর্ড নিশ্চয়ই সিদ্ধান্ত
নেবে।’

খানিক পরেই বিসিবির মিডিয়া কমিটির
প্রধান জালাল ইউনুস বললেন, ‘মাশরাফি শেষ মুহূর্তে ছিটকে পড়েছে। এই সফরে দলকে নেতৃত্ব
দেবে তামিম (ইকবাল)।’

অধিনায়কত্বে বিপিএলে সফল তামিম
ইকবাল। তার নেতৃত্ব এবার শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা। তবে জাতীয় দলের নেতৃত্ব দেয়ার
অভিজ্ঞতা নেই দেশসেরা এই ওপেনারের। তবে ২০১৭ সালের ক্রাইস্টচার্চ টেস্টে অধিনায়ক মুশফিকুর
রহিম আঙুলের চোটে ছিটকে গেলে ওই সেই ম্যাচে নেতৃত্ব দেন তামিম।

তিনটি ওয়ানডে খেলতে আগামীকাল দুপুর পৌনে ১টায় শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে দল। আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

ওয়ানডের বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন