টপ পোষ্ট

ডেনমার্কে নেকাব পরলে ১৩ হাজার টাকা জরিমানা!

0

ডেনমার্কে জনসমক্ষে আর মুখ ঢেকে চলা বা নেকাব ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার দেশটির সংসদে নেকাব নিষিদ্ধ করে এ সংক্রান্ত আইন পাস হয়েছে। নেকাব ইসলামিক পোশাক হলেও ডেনমার্কের সরকারের ভাষ্য, কোনো ধর্মকে উদ্দেশ করে এ আইন তৈরি হয়নি৷ খবর: ডয়েচে ভেলে।

পাস হওয়া আইন অনুযায়ী, কেউ এই আইন প্রথমবার ভাঙলে তাকে ১ হাজার ক্রোনার বা ১৩৪ ইউরো (প্রায় ১৩ হাজার টাকা) জরিমানা করা হবে। এরপর আইন ভঙ্গ করলে ১০ হাজার ক্রোনার পর্যন্ত জরিমানা এবং ছয় মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে৷

ডেনমার্কের সংসদে নেকাবের বিপক্ষে ভোট পড়ে ৭৫টি। আর ৩০টি ভোট পড়ে নেকাবের পক্ষে৷ তবে পাস হওয়া আইন অনুযায়ী, নেকাবের পাশাপাশি মুখ, ঘাড় ও মাথা ঢেকে রাখার টুপি ‘ব্লালাকাভা’, স্কি মাস্ক, মুখের মাস্ক এভং নকল দাড়ি পরাও নিষিদ্ধ করা হয়েছে৷

তবে শরীর সুরক্ষার পোশাক এই আইনে নিষিদ্ধের তালিকায় নেই৷ যেমন বায়ুদূষণ বা অন্যান্য কিছু থেকে সুরক্ষাকারী মাস্ক, শীতকালীন মুখ ঢাকা বা মাথা ঢাকার পোশাক, মোটরসাইকেলের হেলমেট এবং বিভিন্ন উৎসব বা হ্যালোইনে ব্যবহার করা মাস্ক৷

এর আগে ২০১১ সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে নেকাব নিষিদ্ধ করে৷ এরপর বেলজিয়াম, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডে তা নিষিদ্ধ করা হয়৷ এছাড়া নেদারল্যান্ডসে সরকারি দফতরগুলোতেও নেকাব নিষিদ্ধ করা হয়েছে৷

সর্বশেষ গত এপ্রিলে জার্মানিতে সীমিত আকারে নেকাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। দেশটির সরকারি কর্মকর্তা এবং সেনা কর্মকর্তাদের জন্য নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন