টপ পোষ্ট

সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখল ডেমোক্র্যাটরা

0

নেভাদা রাজ্যে জয়ের মাধ্যমে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখলো প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি।

শনিবার রাতে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তোর সিনেটর পদে পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে এডিসন রিসার্চের মূল্যায়নের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, বর্তমান ডেমোক্রেটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো নেভাদায় রিপাবলিকান অ্যাডাম ল্যাক্সাল্টকে পরাজিত করেন। এতে, ডেমোক্রেটিক দল সিনেটের একশ’ আসনের মধ্যে পঞ্চাশটি নিয়ন্ত্রণ করবে।

শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্রেট সিনেটর প্রার্থী মার্ক কেলি জয়ী হওয়ার পর সিনেটে দুই দলের ৪৯টি করে আসন নিশ্চিত হয়। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্রেটদের বাকি দুটি আসনের একটিতে জিতলেই হতো।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেটে রিপাবলকিানরা পেয়েছে ৪৯ আসন এবং ডেমোক্রেটরা পেয়েছে ৫০ আসন। তবে ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে দরকার ৫১টি আসন। আগামী ৬ ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে রিপাবলিকানরা জিতে গেলে আসন প্রাপ্তি ৫০-৫০ হলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাই-ব্রেকিং ভোটের’ সুবিধা নিয়ে ডেমোক্র্যাটরাই সিনেটে কর্তৃত্ব করতে পারবে।

এদিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলকিানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছে ২১১টি আসন। আর ডেমোক্রেটরা পেয়েছে ২০৩টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার ২১৮টি আসন।

নবনির্বাচিত সিনেটের শপথ ৩ জানুয়ারি।

এই ফল প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে বেশ স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের আগে টানা কয়েক মাসের জনমত জরিপ বাইডেনের জনপ্রিয়তা কমার ইঙ্গিত দিচ্ছিল।

শেয়ার করুণ

Comments are closed.