টপ পোষ্ট

বন্যার্তদের জন্য সরকার সবকিছু করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘‘বানভাসি মানুষের জন্য সরকার সবকিছু করছে। আরও যা যা লাগবে তাও করবে। সরকার, প্রশাসন, সামরিক-বেসামরিক সংস্থা সবাই বানভাসিদের পাশে আছে।’’

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘‘সরকার বন্যাদুর্গতদের পাশে আছে। প্রধানমন্ত্রী সারা রাত ঘুমাননি, ব্যবস্থা নিতে আমাদের নির্দেশনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে প্রশাসন, র‌্যাব ও সেনাবাহিনী সাধারণ মানুষকে নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছে।’’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যতদিন প্রয়োজন ততদিন থাকবে সেনাবাহিনী। ইতোমধ্যে পুনর্বাসন কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। কেউ সরকারি সাহায্য-সহযোগিতা থেকে বাদ যাবে না।’’

জেলা প্রশাসকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।

সভাশেষে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুণ

Comments are closed.