টপ পোষ্ট

খুলনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪৫ জনের

0

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪৫ জনের। এ সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জন। আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, মৃত ৪৫ জনের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে। এছাড়া খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মেহেরপুর ও মাগুরায় ৩ জন, ঝিনাইদহ ও বাগেরহাটে ২ জন এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে আক্রান্ত শনাক্ত হওয়া ১ হাজার ২৭৮ জনের মধ্যে সর্বোচ্চ ২৭৯ জন শনাক্ত হয়েছে ঝিনাইদহে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬০ জন শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় ১৯৭, যশোরে ১৩৬, বাগেরহাটে ১১৫, মাগুরায় ৭৪, চুয়াডাঙ্গায় ৬৯, সাতক্ষীরায় ৬১, মেহেরপুরে ৫৩ ও নড়াইলে ৩৪ জন শনাক্ত হন।

এ নিয়ে এই বিভাগে এ পর্যন্ত মহামারী করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭১ জনে এবং মোট শনাক্ত ৮৭ হাজার ৬২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৩৫৫ জনসহ মোট সুস্থতার সংখ্যা ৬১ হাজার ৩২৮ জন।

শেয়ার করুণ

Comments are closed.