টপ পোষ্ট

করোনার টিকা নিয়েছেন খালেদা জিয়া

0

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ থেকে সেরে ওঠা খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্নার তৈরি কোভিড-১৯ টিকা পেয়েছেন।

বুধবার ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে টিকার প্রথম ডোজ নেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বাড়িতে থাকা আরও পাঁচজনও কোভিড টিকা নিয়েছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিকালে টিকা নিতে পুলিশ পাহারায় গাড়িতে চড়ে হাসপাতালটির টিকাদান কেন্দ্রে যান।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মী।

টিকা দেওয়ার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “করোনার টিকা যেটা আজকে এভেইলেবল, সেটাই বিএনপি চেয়ারপারসন নিয়েছেন।

“এখানে মর্ডানা দেওয়া হচ্ছে, সেই টিকাই তিনি দিয়েছেন। উনার সাথে যারা কাজ করেন, উনাকে সহায়তা করেন, উনার বাসার উনি ছয়জন আজকে টিকা নিয়েছেন।”

এই মহামারীকালে সরকারি উদ্যোগে কিনে দেশবাসীকে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া সহায়তা ও উপহার হিসেবেও এসেছে কিছু টিকা।

বাংলাদেশে ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা, চীনের সিনোফার্মের টিকা, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হচ্ছে। এর মধ্যে মডার্নর টিকা এসেছে কোভ্যাক্স থেকে সহায়তা হিসেবে।

বাংলাদেশে আসা অন্যসব টিকার মতোই মডার্নার টিকারও দুটি ডোজ নিতে হয়। খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার তারিখ নির্ধারিত হয়েছে ১৯ অগাস্ট।

শেয়ার করুণ

Comments are closed.