টপ পোষ্ট

টপ ও মিডল অর্ডারে ব্যর্থতার পর লিটন-মাহমুদউল্লাহর প্রতিরোধ

0

টপ ও মিডল অর্ডারে ব্যর্থতার দিনে দারুণ লড়াই উপহার দিলেন লিটন দাস ও মাহমুদউল্লাহ। সাত ও আট নম্বরে নামা দুই ব্যাটসম্যানের সৌজন্যে বিপর্যয় কাটিয়ে কিছুটা গুছিয়ে উঠল বাংলাদেশের ইনিংস।

হারারে টেস্টের প্রথম দিনে ১৩২ রানে ৬ উইকেট হারানো দলকে এগিয়ে নেন লিটন ও মাহমুদউল্লাহ। সপ্তম উইকেটে দুজন গড়েন শতরানের জুটি।

৬৭ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৩৬। লিটন অপরাজিত তখন ৭৩ রানে, মাহমুদউল্লাহ ৩৬।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম সেশনে হারায় তিন উইকেট। দ্বিতীয় সেশনে প্রথম ঘণ্টায়ই হারাতে হয় আরও তিন উইকেট। বাজে শুরুর পর দলের হাল ধরা অধিনায়ক মুমিনুল হকও বিদায় নেন ৭০ রান করে।

এরপর থেকেই এই দুজনের জুটি। লিটন শুরু থেকেই খেলতে থাকেন স্বচ্ছন্দে। প্রায় দেড় বছর পর টেস্ট খেলতে নামা মাহমুদউল্লাহ শুরুতে আগলে রাখেন উইকেট। পরে থিতু হয়ে নিজেও বাড়াতে থাকেন রান।

চার পেসারের জিম্বাবুয়ে একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। দুই অনিয়মত স্পিনার মিল্টন শুম্বা ও রয় কাইয়াকে অনায়াসেই খেলে বাংলাদেশকে এগিয়ে নেন লিটন ও মাহমুদউল্লাহ।

সপ্তম উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে শতরানের জুটি এটিই প্রথম। আগের সেরা ৭৩ ছিল ২০১৮ সালে মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজের।

শেয়ার করুণ

Comments are closed.