টপ পোষ্ট

কুড়িগ্রামে একদিনে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৯

0

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন হলেন কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার এক বৃদ্ধা এবং ভুরুঙ্গামারী উপজেলার একজন ষাটোর্ধ ব্যক্তি।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমনের হার ৫১ দশমিক ৩০ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৪ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩৩ জন। কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় সংক্রমণ বাড়লেও করোনা রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, গত এক সপ্তাহে কুড়িগ্রামে করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে সেই সাথে মৃত্যুর হারও বেড়েছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মানতে ও ঘরে থাকার অনুরোধ জানান।

শেয়ার করুণ

Comments are closed.