টপ পোষ্ট

সুপার লিগে খেলা হচ্ছে না তামিমের

0

শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে তামিম-বিজয়দের প্রাইম ব্যাংক। এবার লড়াই হবে সুপার লিগে। তবে ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই ওপেনার জানিয়েছেন, পায়ের ব্যথার জন্যই লিগে আর না খেলার সিদ্বান্ত নিয়েছেন। কারণ ফিল্ডিং ও উইকেটে দৌঁড়ানোর সময় পায়ে ব্যথা বোধ করছেন তিনি।

এদিকে, জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে আসায় বিসিবি’র চিকিৎসক ও মেডিকেল ডিপার্টমেন্টের পরামর্শ নিয়ে ইনজুরি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রেকর্ড করা এক ভয়েস বিবৃতিতে তামিম বলেন, ‘মাঝে মাঝে আমার পায়ে ব্যথা অনুভূত হয়েছে এবং ফিল্ডিং ও উইকেটের মাঝে দৌঁড়ানোর জন্য আমাকে কষ্ট করতে হয়েছে। আমি আসলে ইনজুরি নিয়ে কিছু ম্যাচ খেলেছি, কিন্তু এখন তা অসহনীয় হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু জিম্বাবুয়ে সিরিজটি দ্রুত এগিয়ে আসছে, তাই আমি চিকিৎসক এবং বিসিবি’র মেডিকেল দলের সাথে পরামর্শ করেছিলাম, তারা আমাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছে। আমি যদি বিশ্রাম নিতে পারি এবং যথাযথভাবে পুনর্বাসন করতে পারি, তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে আমি পুরোপুরি ফিট হতে পারবো।’

লিগে এখন পর্যন্ত ২৭ দশমিক ৮১ গড়ে ১১ ম্যাচে ৩০৬ রান করেছেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। স্ট্রাইক রেটও মোটেও আশানুরুপ নয়।

তবে লিগ থেকে সরে যাবার সিদ্ধান্তটি প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী মেনে নেয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আমি লিগটি পুরোপুরি উপভোগ করেছি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবটি পরিবারের মতো ছিল এবং আমি এই ক্লাবটির হয়ে খেলা উপভোগ করেছি। আমি বিশেষভাবে তানজিল চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই, আমার সমস্যাটি জানানোর ঠিক পরই তিনি আমার সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’

শেয়ার করুণ

Comments are closed.