টপ পোষ্ট

চীনে পর্বত ম্যারাথন দৌড়ে ২১ জনের মৃত্যু

0

চীনের উত্তর-পশ্চিম গানসু প্রদেশে ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্বত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সময় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে পাঁচজন। আজ রোববার দেশটির গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সিনহুয়া নিউজ জানিয়েছে, শনিবার সকালে দেশটির জিংটাই নগরীর ইয়োলো রিভার স্টোন ফরেস্ট পর্যটন সাইটে অনুষ্ঠিত ওই দৌড় প্রতিযোগিতার সময় এই অঞ্চলে প্রচণ্ড শীত পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৫১ জন অংশগ্রহণকারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। যার মধ্যে ৮ জনকে ছোটখাট আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানের জন্য উদ্ধার প্রচেষ্টা চলছে এবং দৌড় প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছে বলেও জানায় গণমাধ্যমটি।

আজ রোববার সকালে এক প্রেস ব্রিফিংয়ে বায়ইন সিটির মেয়র জাং জুচেন বলছিলেন, স্থানীয় আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের ফলে ঘটনাটি ঘটে এবং প্রদেশটি এই ঘটনার কারণ সম্পর্কে আরও তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে।

মূলত শিলার পতন, হিমশীতল বৃষ্টি এবং তীব্র বাতাসের কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শেয়ার করুণ

Comments are closed.