টপ পোষ্ট

আইপিএল থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন

0

আইপিএলের ১৪তম আসরের খেলা চলছে। মাঝপথে এসে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। তার পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। তাই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। ভারতীয় দলের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে নজির গড়লেন দিল্লি ক্যাপিটালসের এই অফ স্পিনার।

গভীর রাতে টুইটারে অশ্বিন লিখেছেন, ‘আগামীকাল থেকে আইপিএল জগতে আমি থাকছি না। আমার পরিবার ও একাধিক কাছের মানুষ এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। এমন কঠিন সময় তাদের পাশে থাকা নিজের কর্তব্য বলে মনে করি। যদি দেশে কোভিড অবস্থার উন্নতি ঘটে, তবেই ফের আইপিএল জগতে ফিরে আসব। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।’

এদিকে অশ্বিন নিজের টুইটার প্রোফাইলের নামও বদলে দিয়েছেন। এখন ‘স্টে হোম স্টে সেফ! টেক ইয়র ভ্যাক্সিন’ নামে পরিচিত তিনি।

ভারতজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। এমন কঠিন অবস্থায় আইপিএল না খেলে নিজের পরিবার ও কাছের মানুষদের সেবা করার জন্য এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নিলেন অশ্বিন।

রোববার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেয়েছে অশ্বিনের দল দিল্লি। তারপরেই এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় দলের ‘প্রফেসর’।

অশ্বিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তার দল দিল্লি ক্যাপিটালস।

শেয়ার করুণ

Comments are closed.