টপ পোষ্ট

জুভেন্টাসকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে পোর্তো

0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর খেলায় ম্যাচ জিতলেও কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি জুভেন্টাস। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে দশজনের দল পোর্তো। তবে ম্যাচ হারলেও অ্যাওয়ে গোলে শেষ আটের টিকেট পেল তারাই। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শেষ ষোলো থেকে বিদায় নিল জুভেন্টাস।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে জুভেন্টাস জিতে ৩-২ গোলে। এর আগে পোর্তোর মাঠে হারতে হয়েছে ২-১ গোলে। দুই লেগের খেলা মিলিয়ে ৪-৪ হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকে পোর্তো। তাতেই সর্বনাশ হয় জুভেন্টাসের। গত আসরে অলিম্পিক লিওঁর মাঠে হারের পর ঘরের মাঠে জিতেও অ্যাওয়ে গোলে পিছিয়ে বিদায় নিয়েছিল ইতালির ক্লাবটি।

ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে পোর্তোকে এগিয়ে দেন সার্জিও অলিভিয়েরা। ডি-বক্সে তারেমিকে পেছন থেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এখানেই শেষ হয়ে যায় জুভেন্টাসের অ্যাওয়ে গোলের ন্যূনতম স্বস্তিটুকুও।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই খেলায় ফিরে জুভেন্টাস। ম্যাচের ৪৯তম মিনিটে দলকে সমতায় ফেরান চিয়েসা। বোনুচ্চির পাস ধরে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে ইতালিয়ান ফরোয়ার্ড। এর মধ্যে বড় ধাক্কাটা খায় পোর্তো; তিন মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তারেমি।

৬৩তম মিনিটে দলকে এগিয়ে নেন চিয়েসা। ডান দিক থেকে কুয়াদরাদোর দারুণ ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে বল জালে জড়ান ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

প্রথম লেগে ওল্ড লেডিরা ২-১ গোলে হারায় তখনো ম্যাচটি সমতায় (৩-৩)। ৯০ মিনিট শেষে খেলা মাঠে গড়ায় আরও ৩০ মিনিট।

প্রথম ১৫ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে শেষ ১৫ মিনিটে উভয় দলই গোলের দেখা পায়। ম্যাচের ঠিক ১১৫ মিনিটের সময় সার্জিও অলিভিয়েরা দারুণ গোলে ম্যাচটি ড্র করে আবারও এগিয়ে দেন পোর্তোকে। এর দুই মিনিট পরেই এবার জুভেন্টাসের হয়ে গোল করেন অ্যাডরিয়েন র‍্যাবিওট।

জুভেন্টাস ম্যাচটি জেতে ৩-২ গোলে জিতলেও খেলা শেষে উচ্ছ্বাসে ফেটে পড়ে পোর্তো। কেননা দুই লেগের খেলায় ৪-৪ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে যায় পতুর্গালের দলটি। আর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো তুরিনের দলটিকে।

শেয়ার করুণ

Comments are closed.