টপ পোষ্ট

আইসিইউ থেকে কেবিনে অপূর্ব

0

প্রায় ২০ ঘণ্টা আইসিইউ-তে রেখে কেবিনে স্থানান্তর করা হয়েছে অভিনেতা অপূর্বকে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে কেবিনে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও মিজানুর রহমান আরিয়ান। দুজনই সার্বক্ষণিক খোঁজ রাখছেন এই অভিনেতার।

এ নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘আগের চেয়ে অপূর্বর অবস্থা এখন ভালো। পূর্বের চেয়ে অনেক ভালো আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

অপরদিকে মিজানুর রহমান আরিয়ান জানান, আইসিইউ থেকে অপূর্বকে কেবিনে পাঠালেও এখনো শঙ্কামুক্ত বলার সুযোগ নেই।

তার ভাষায়, ‘উনার শরীরের ভেতর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে- আগের পরিস্থিতিটা এখন আর নেই। হতে পারে এটা প্রপার চিকিৎসাব্যবস্থার জন্য হয়েছে। আমরা এখন অপেক্ষা করছি আবারও সবগুলো টেস্ট করিয়ে ভালো ফলাফলের জন্য। সেটার জন্য আরও দুদিন অপেক্ষা করতে হবে।’

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। তবে ৩ নভেম্বর রাতে শরীরের অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তখনই তাকে নেওয়া হয় আইসিইউতে। এর আগে করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা।

শেয়ার করুণ

Comments are closed.