টপ পোষ্ট

সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় শিক্ষকসহ ৩ জনের মৃত্যু

0

সাতক্ষীরার আশাশুনিতে সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাতাসে অক্সিজেন কমে যাওয়ায় এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পুঁইজালা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের পুঁইজালা গ্রামের লক্ষীকান্ত সানার ছেলে ও পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫৬), একই গ্রামের পরিমল সানার ছেলে তপন কুমার সানা (৪০) ও সোনা দাসের ছেলে মদন দাস (৩০)।

চন্দন সানা জানান, ‘সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে তার কোন সাড়া না পাওয়ায় বাবা জগদীশ সানা সেপটিক ট্যাংকের ভিতরে দেখতে থাকেন। কিছুক্ষণ পর বাবার কোন সাড়া না পাওয়ায় তার চাচাত ভাই তপন সানা ট্যাংকের ভিতরে মুখ ঢোকান। কিছুক্ষণ পর তার কোন সাড়া না মেলায় পরে তারা জানতে পারেন ট্যাংকের ভিতর বাতাসে অক্সিজের কমে যাওয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে একে একে তিনজন মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে।’

তিনি জানান, ‘দ্রুত সেখান থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক বিধান মন্ডলের কাছে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।’

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুণ

Comments are closed.