টপ পোষ্ট

পশ্চিমবঙ্গে আবারও লকডাউনের প্রথম দিনেই কড়াকড়ি

0

পশ্চিমবঙ্গে লকডাউনের প্রথম দিনেই কড়াকড়ি কলকাতায়। শহরের বিভিন্ন রাস্তায় সারাদিনই চলে তল্লাশি। প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় বেরলেই চলে ধরপাকড়। বৃহস্পতিবার এ লকডাউন শুরু হয়। খবর ভয়েস অব আমেরিকা’র।

জেলা থেকে কলকাতায় ঢোকার সমস্ত রাস্তাই নজরদারির আওতায় ছিল। বাজার-দোকান বন্ধ। সারাদিনই টহল দেয় পুলিশ ভ্যান। উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বেহালা, গড়িয়াহাট, রাসবিহারী, টালিগঞ্জ, সেন্ট্রাল অ্যাভিনিউসহ কলকাতার বিভিন্ন জায়গায় একই ছবি ধরা পড়ছে। শুধু কলকাতাতেই নয়, জেলাতেও পুলিশি নজরদারির রাশ কোথাও আলগা হয়নি। রাস্তায় চলছে পুলিশি টহলদারি।

পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে সপ্তাহে দুইদিন। প্রথমই ছিল পুলিশি নজরদারি। এ সপ্তাহে আগামী শনিবারও লকডাউন। আগামী সপ্তাহে বুধবার এবং আরও একটি দিন লকডাউন থাকবে রাজ্য জুড়ে। এ দিন যাঁরা গাড়ি নিয়ে বেরচ্ছেন, তাঁরা কোথায় যাচ্ছেন, কী কারণে বেরিয়েছেন তা জানতে চাইছেন পুলিশকর্মীরা। দেখতে চাওয়া হয় পরিচয়পত্রও। লকডাউনে শুধু মাত্র জরুরি পরিষেবার ওপর ছাড় ছিল।

শেয়ার করুণ

Comments are closed.