টপ পোষ্ট

নেপালে ভারী বর্ষণে ভূমিধস, ১৫ নিহত ও নিখোঁজ ১৯

0

নেপালে ভারী বর্ষণের ফলে ভূমি ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ১৯ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার ও শনিবার বিভিন্ন সময়ে কাস্কি, জারিয়াকত ও মায়াগদি জেলায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। খবর কাঠমান্ডু পোস্ট, হিমালিয়ন টাইমস’র।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার তুমুল বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ভূমিধসে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।

তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আগের দিন বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের। তিনজনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়।

জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২ জন। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে দেশটির নদীগুলোতে পানি প্রবাহ ফুলেফেঁপে উঠেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত আরও তিন দিন অব্যাহত থাকতে পারে।

মায়াগদি ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) কিরন জং কুনওয়ার জানিয়েছেন, মায়াগদিতে আরও অন্তত ১৯জন নিখোঁজ রয়েছেন। মৃতদেহগুলো এখন সনাক্তের কাজ চলছে। জেলায় প্রায় ৪৩টি ঘর মাটির নীচে চাপা পড়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্থ ৪০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে স্থানীয় ক্লাব থেকে খাবার সরবারহ করা হচ্ছে।

শেয়ার করুণ

Comments are closed.