টপ পোষ্ট

ঘূর্ণিঝড় সতর্কতায় প্রস্তুতি নিবেন যেভাবে

0

আবহাওয়া অধিদফতর জানিয়েছে বাংলাদেশ ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’। খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আগামী মঙ্গলবার (১৯ মে) শেষরাত থেকে বুধবার (২০ মে) বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় আম্ফান। এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। কিভাবে এই প্রস্তুতি নিবেন তা এবার জেনে নিন-

ঘূর্ণিঝড়ের আগে
* গুজব উপেক্ষা করুন, শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না।
* আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন।
* রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন।
* জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী পানি থেকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা নিন।
* আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী, খাদ্য, ওষুধ, পানি ও পোশাক প্রস্তুত রাখুন।
* আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন, কোন ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না।
* নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন।
* মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না।
* মৎস্যজীবীরা নৌকা/ট্রলার নিরাপদ স্থানে বেঁধে রাখুন।

ঘূর্ণিঝড়ের সময় এবং ঘূর্ণিঝড়ের পরে
* বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেইন সুইচ বন্ধ রাখুন।
* দরজা, জানালা বন্ধ রাখুন।
* খড়ের ঘর/কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না।
* যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয়, তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন।
* রেডিও/টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখুন।
* ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে প্রবেশ করবেন না।
* ভেঙ্গে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন।
* যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয়/পাকা বাড়ি খুঁজে নিন।

এগুলোর পাশাপাশি করোনা নিয়েও সতর্ক থাকুন। সব সময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিন এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও অন্যান্য সরকারি আশ্রয়কেন্দ্রে থাকার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। এছাড়া সরকারি নির্দেশাবলিও মেনে চলুন।

শেয়ার করুণ

Comments are closed.