টপ পোষ্ট

দেশে রোগীর সংখ্যা বেড়ে ৪৪, নতুন মৃত্যু নেই

0

ফাইল ছবি

বিশ্বে মহামারি আকার ধারণ করা নভেল করোনা ভাইরাসে দেশে নতুন করে কোনো মৃত্যু না হলেও আরও ৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ জন। বৃহস্পতিবার পর্যন্ত মোট সুস্থ ১১ জন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ৯২০ জনের নমুনা পরীক্ষা করে নতুন এই পাঁচজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের দু’জনের বয়স ৩০-৪০ বছর, দু’জনের ৪১-৫০ এবং একজনের বয়স ৬০ বছরের বেশি।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্তদের একজন বিদেশফেরত, ৩ জন আগেই আক্রান্তদের সংস্পর্শে ছিলেন এবং আরেকজনের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ব্রিফিংয়ে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয়ও তুলে ধরেন তিনি।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছে।

শেয়ার করুণ

Comments are closed.