টপ পোষ্ট

করোনাভাইরাস: রাষ্ট্রপতির সুনামগঞ্জ সফর বাতিল

0

বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদ-এর সুনামগঞ্জ সফর। আগামী ২৮ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির।

গকতাল (১৮ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুজিববর্ষে হাওর উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও পিজি হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম।

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে শাল্লায় তিন জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া হাওর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো রাষ্ট্রপতির।

ডা. আবুল কালাম জানান, ঢাকাস্থ শাল্লা সমিতির সার্বিক সহযোগিতায় ও মুজিববর্ষে হাওর উৎসব উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই হাওর উৎসব তিন জেলাবাসীর মিলনমেলা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা হাওর উৎসবটি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, রাষ্ট্রপতির হাওর উৎসবে না আসার বিষয়ে আমরা এখনও কোনও চিঠিপত্র পাইনি। তবে, দেশের স্বার্থে এখন কোনও রকমের বড় ধরনের আয়োজন না করার জন্য আয়োজক কমিটিকে আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুণ

Comments are closed.