টপ পোষ্ট

টেস্ট ক্রিকেটে প্রথম যে জরিমানায় দক্ষিণ আফ্রিকা

0

মন্থর ওভার-রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গেছে প্রোটিয়াদের, ক্রিকেট ইতিহাসে টেষ্টে এই প্রথম কোন দলকে জরিমানা করা হয়।

এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। দেশের মাটিতে টেস্ট সিরিজে বাজেভাবে হেরে এমনিতেই বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা। তার ওপর যোগ হলো শাস্তির ভার। মন্থর ওভার-রেটের কারণে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। সঙ্গে কেটে নেওয়া হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬টি পয়েন্ট।

ওভার-রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেওয়ার নিয়ম চালুর পর এই জরিমানার শিকার হওয়া প্রথম দল দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে শ্লথ ওভার-রেটের কারণে এই শাস্তি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ পেসার নিয়ে এই টেস্ট খেলেছে প্রোটিয়ারা, ছিল না কোনো স্পিনার। ম্যাচ শেষে দেখা গেছে, নির্ধারিত সময়ে তিন ওভারের ঘাটতি ছিল তাদের।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য ওই দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়। ৩ ওভারের ঘাটতির জন্য তাই জরিমানা ৬০ শতাংশ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর যোগ হয়েছে নতুন একটি ধারা, প্রতি ওভারের ঘাটতির জন্য দলের পয়েন্ট থেকে কেটে নেওয়া হবে ২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা তাই হারিয়েছে ৬ পয়েন্ট।

৭ টেস্ট খেলে ২৪ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা আছে এখন পয়েন্ট টেবিলের সাতে।

শেয়ার করুণ

Comments are closed.