টপ পোষ্ট

এসএ গেমসে নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

0

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পর এসএ গেমসের ক্রিকেটে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা। ১০ উইকেটের জয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছেন সালমারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট তাদের।

পোখারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। স্বাগতিকদের ১৯.২ ওভারে ৫০ রানে অলআউট করে তারা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচে রাবেয়া খান ৪ উইকেট নিয়ে সেরা অবদান রাখেন। এরপর ওপেনিং জুটিতে ৭.৪ ওভারে ৫১ রান করে বাংলাদেশ।

মাত্র ৭ রানে ২ উইকেট হারানো নেপাল প্রতিরোধ গড়েছিল রুবিনা ছেত্রী ও সনু খারকার ব্যাটে। ব্যাটিং বিপর্যয়ের দিনে তাদের ২০ রানের জুটি ছিল ইনিংস সেরা। অধিনায়ক রুবিনার ব্যাটে আসে সর্বোচ্চ ১৩ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান সনু (১২) ও ইন্ধু বার্মা (১০)।

২৩ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় নেপাল। রাবেয়া ৪ ওভারে দুটি মেডেন দেন এবং ৮ রান খরচায় ফেরান চার ব্যাটসম্যানকে। দুটি উইকেট পান জাহানারা আলম। সালমা, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

লক্ষ্যে নেমে মুর্শিদা খাতুন ও আয়েশা রহমানের ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় পায় বাংলাদেশ। ২৪ বলে চারটি চারে সাজানো ছিল মুর্শিদার ২৩ রানের অপরাজিত ইনিংস। ২২ বলে ৩ চার ও ১ ছয়ে ২৬ রানে খেলছিলেন আয়েশা।

বৃহস্পতিবার একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ফাইনাল হবে ৮ ডিসেম্বর।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন