টপ পোষ্ট

রাজশাহী আওয়ামী লীগে অনুপ্রবেশের তালিকায় ২৫০ নেতা

0

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন ফের পিছিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রথমে ৪ ডিসেম্বর সম্মেলনের দিন ঘোষণা করা হয়।

তবে ওই দিন কেন্দ্রীয় কমিটির সভা থাকায় তা পিছিয়ে ৮ ডিসেম্বর করা হয়েছিল। পরে তা পরিবর্তন করে ১২ ডিসেম্বর চূড়ান্ত করা হয়।

এবারের সম্মেলনে কাউন্সিলর হতে পারছেন না ২০০৮ সালের পর আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যক্তিরা। এ তালিকায় রয়েছে ২৫০ জনের নাম। যারা বর্তমানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদে রয়েছেন। তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তাদের নাম বাদ দিয়ে কাউন্সিলরদের তালিকা করতে উপজেলা কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করবে জেলা আওয়ামী লীগ।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ ও সরকার গঠনের পর রাজশাহীতে তিন হাজারের বেশি নেতাকর্মী বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছে। জেলায় সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে তানোর ও গোদাগাড়ী উপজেলায়। তারা আওয়ামী লীগে যোগদান করে এখন দাপট দেখাচ্ছে। কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছেন।’

আসাদ বলেন,‘২০০৮ সালের পর আওয়ামী লীগের পদ বাগিয়ে নিয়েছেন এমন ২৫০ জনের একটি তালিকা তাদের কাছে আছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সেই তালিকার কেউ যেন এ সম্মেলনে কাউন্সিলর হতে না পারে সে ব্যাপারে শতর্ক রয়েছে জেলা কমিটি।’

জেলা আওয়ামী লীগের সম্মেলনের সমন্বয়ক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘অনুপ্রবেশকারীদের চাপে ত্যাগী নেতারা মূল্যায়ন পায় না। এ কারণে তাদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী

অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করা হবে। এছাড়াও তারা যেন কোনোভাবেই পদ না পায় সে ব্যাপারেও নজর রাখছে কেন্দ্রীয় কমিটি।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন