টপ পোষ্ট

ঈদযাত্রায় নতুন রেকর্ড গড়ল বঙ্গবন্ধু সেতু

0

গত ২৪ ঘণ্টায় দুই কোটি ২৯ লাখ ৪৩ হাজার ৩৯০ টাকার টোল আদায় করেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে গত রোজার ঈদে ওঠা টোলের রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়েছে সেতুটি।

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় যানবাহন পারাপারে গত ঈদের তুলনায় এবার নতুন রেকর্ড গড়েছে বঙ্গবন্ধু সেতু। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে এবারের ঈদযাত্রায় ছোট বড় বিভিন্ন ধরনের ৩২ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হওয়ায় গত রোজার ঈদের রেকর্ড ভেঙে যায়। সেই সঙ্গে তৈরি হয় নতুন রেকর্ড।

গত রোজার ঈদযাত্রায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয়েছিল। এবার তা বেড়ে ৩২ হাজার ৪৩২টি হওয়ায় দুই কোটি ২৯ লাখ ৪৩ হাজার ৩৯০ টাকা টোল আদায় করা হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৩২ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়েছে। গত রোজার ঈদের তুলনায় এবার বেশি সংখ্যক যানবাহন পারাপারের মধ্য টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে সেতু কর্তৃপক্ষ।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন