টপ পোষ্ট

লারার রেকর্ড ভাঙলেন কোহলি

0

বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান তিনি। ম্যাচ হারুক কিংবা জিতুক কোহলি রান করবেনই। অধিনায়কত্ব পাওয়ার পর এই প্রথম কোন দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ হারলেন কোহলি। কিন্তু ব্যাটসম্যান কোহলি ছিলেন অনবদ্য। তিন ম্যাচে কোহলির রান যথাক্রমে ৭৫, ৪৫ ও ৭১। এমন কোহলির পরও ভারত ওডিআই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডের বিপক্ষে হারে ২-১ ব্যাবধান।

দুর্দান্ত ব্যাটিং করে ওডিআই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান রেটিংটা আরেকটু বাড়িয়ে নিলেন। সেই সাথে ভাঙলেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার রেকর্ড। বর্তমানে কোহলির রেটিং ৯১১। ১৯৯৩ সালে গ্রেট লারার রেটিং ছিলো ৯০৮। এর মাঝে ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা ৯০০ রেটিং ছঁলেও পারেনি লারাকে ছারিয়ে যেতে। দীর্ঘ ২৫ বছর পর লারার রেকর্ড ভাঙলেন ভারতীয় অধিনায়ক। যে কোন ভারতীয় পক্ষে এটি সর্বোচ্চ রেটিং। এমনকি মাস্টার ব্যাটসম্যান শীচনও পারেনি লারাকে টপকাতে।

গত সপ্তাহে কোহলি শুধু লারাকেই টপকাননি, সর্বকালের সেরা রেটিংয়ের তালিকায় ছয়ে উঠে এসেছেন। সর্বশেষ ৯১০ রেটিং পার করার ঘটনা ১৯৯১ সালের। সে বছর মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার ডিন জোন্সের রেটিং দাঁড়িয়েছিল ৯১৮–তে। ৯৩৫ রেটিং নিয়ে সর্বকালের সেরা অবস্থান ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ৯১১ রেটিং নিয়ে বর্তমানে সবার উপরে কোহলি দ্বিতীয় অবস্থানে থাকা জো রুটের রেটিং ৮১৮।

এক নজরে দেখে নেওয়া যাক ওয়ানডের সেরা সাত রেটিং পয়েন্ট-

১. স্যার ভিভ রিচার্ডস- ৯৩৫ (ওয়েস্ট ইন্ডিজ)।

২. জহির আব্বাস- ৯৩১ (পাকিস্তান)।

৩.গ্রেগ চ্যাপেল- ৯২১ (অস্ট্রেলিয়া)।

৪. ডেভিড গাওয়ার- ৯১৯ (ইংল্যান্ড)।

৫. ডিন জোন্স- ৯১৮ (অস্ট্রেলিয়া)।

৬. বিরাট কোহলি- ৯১১ (ভারত)।

৭. ব্রায়ন লারা- ৯০৮ (ওয়েস্ট ইন্ডিজ)।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন