টপ পোষ্ট

সিনেমার বাইরে সম্পর্কের বাঁধনে বলিউড

0

সেলুলয়ডের ভাই-বোন, দাদু-নাতি, জিজা-শালার ছাড়াও আরও বিভিন্ন সম্পর্ক ফুটিয়ে তুলেছেন তারকারা৷ নেপথ্যে অবশ্যই রয়েছেন পরিচালকরা৷ কিন্তু স্ক্রিনে তারকাদের নানান সম্পর্ক দেখতে দেখতে তাঁদের ব্যক্তিগত জীবনে সম্পর্ক কেমন সে নিয়ে একটা উৎসাহ তৈরি হয়৷ না কেবল বন্ধুত্ব বা প্রেম নয়! পারিবারিক কোন সম্পর্ক আছে কিনা তা নিয়েও অনুরাগীদের মধ্যে উন্মাদনা রয়েছে৷ যেমন ফারাহ খান এবং ফারহান আখতার যে দুর সম্পর্কের ভাই-বোন হয়, অভিনেত্রী টাবু এবং ফারাহ নাজ এই দুই বোন শাবানা আজমির ভাইজি এরম অজানা সম্পর্ক প্রকাশ্যে এলে অবাক হয়ে যান সিনেপ্রেমীরা৷ তেমনই জানা-অজানা বলিউডের আত্মীয়তা নজর দেওয়া যাক৷

সোনম কাপুরকে নিয়ে এখন বলিউডের যাবতীয় খবর৷ দু’দিন পর বিয়ে, তিনি যে খবরের শিরোনামে থাকবেনই তা বলাই বাহুল্য৷ তবে এবার বিয়ে ছাড়া অন্য প্রসঙ্গে আসি৷ অনেকেই জানেন না সোনম এবং রণবীর সিং একে অপরের ভাই-বোন৷ সোনমের দিদার নিজের ভাই ছিলেন রণবীরের ঠাকুরদা৷ সোনম এবং রণবীরের দু’জনের মায়েরাও একে অপরের বোন৷ অর্থাৎ রণবীরের সঙ্গে অর্জুন কাপুর, জাহ্নবী এবং খুশিরও আত্মীয়তার সম্পর্ক৷

বলিউডের ‘পরিনীতা’ ওরফে বিদ্যা বালন, দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণির বোন হন৷ তবে সহোদর নয়, দূর সম্পর্কের৷

এবার আসা যাক পরিচালকদের দিকে৷ করণ জোহার, বিধু বিনোদ চোপড়া দু’জনেই আদিত্য চোপড়ার ভাই হন৷ বিনোদের বাবা ডি এন চোপড়া এবং যশ চোপড়া একে অপরের ভাই ছিলেন৷ অন্যদিকে করণের মা হিরু জোহার নিজের ভাই ছিলেন যশ চোপড়া৷

পারফেকশনিস্ট আমির খানের দূর সম্পর্কের এক বোন আয়েশা ফাজলির বর হলেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী এবং অভিনেতা আলি জাফার৷

৭০ দশকের হিট জুটি ছিলেন মুমতাজ এবং ফিরোজ খান৷ সেই হিট জুটি আত্মীয়তায় বদলে যায় যখন ফিরোজের ছেলে ফারদিন, মুমতাজের মেয়ে নাতাশাকে বিয়ে করেন৷

‘আশিকি টু’র সেই দৃশ্য মনে পড়ে, যেখানে লতা মঙ্গেশকারের ছবির দিকে তাকিয়ে মন দিয়ে গান গেয়ে যাচ্ছে আরোহী৷ সেই দৃশ্যটি আরোহীর চরিত্রে বেশ ভালোই ফুটিয়ে তুলেছিলেন শ্রদ্ধা কাপুর৷ কারণটা হয়তো ফ্যামিলি রিলেশন৷ শ্রদ্ধার দাদু লতা মঙ্গেশকারের দূর সম্পর্কের ভাই হতেন৷ শ্রদ্ধা রিয়েল লাইফেও একটু আধটু গান করেন৷ এবার ব্যাপারটা স্পষ্ট নায়িকার গানের ট্যালেন্ট কোথা থেকে এসেছে৷

ইমরান হাশমি এবং আলিয়া ভাটও কাজিনস৷ মহেশ ভাটের কাজিন সিস্টার হলেন ইমরানের মা৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন