টপ পোষ্ট

বিশ্বকাপের ব্যর্থতা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

0

বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি।

সর্বশেষ বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে তিনটিতে জিতে ৮ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল সাকিবের দল। এমন পারফরম্যান্সে নানাভাবে সমালোচিত হচ্ছে বোর্ডসহ স্কোয়াডের খেলোয়াড়রা।

ব্যর্থতার কারণ খুঁজতেই এই কমিটি গঠন করেছে বোর্ড। তিন সদস্যের এই কমিটিতে আছেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন, মাহাবুব আনাম ও আকরাম খান। কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন এনায়েত হোসেন সিরাজ।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, তিন সদস্যের এই কমিটির উদ্দেশ্য, তারা এই টুর্নামেন্টে (বিশ্বকাপ ২০২৩) দলের দুর্বল পারফরম্যান্সের পেছনের মূল কারণগুলো যাচাই করবে এবং এটি পরবর্তীতে বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করবে।

শেয়ার করুণ

Comments are closed.