টপ পোষ্ট

জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজন আটক

0

বাগেরহাটে জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে পুলিশ।

বাগেরহাটে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মোঃ মোশারেফ মৃধা (৪২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে শহরের রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলের চতুর্থ তলার ৭ নম্বর কক্ষ থেকে আটক করা হয় ওই ব্যাক্তিকে।

তার কাছ থেকে এক হাজার টাকার ১৮টি নকল নোট, জাল নোট তৈরির ৪০পিস সাদা কাগজ, ২ পিস কালো কাপড়, চার পিস স্বচ্ছ কাচ, রাসয়নিক(তরল) পদার্থ ভর্তি দুটি বোতল উদ্ধার করা হয়।

আটক মোঃ মোশারেফ মৃধা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করছিলো বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলাশ হোটেল থেকে মোঃ মোশারেফ মৃধাকে আটক করা হয়েছে। সে তাৎক্ষনিকভাবে বিভিন্ন রাসয়নিক পদার্থ ও কাগজ দিয়ে টাকা বানিয়ে দেখাতো এবং এই জাল টাকা মানুষের কাছে বিক্রি করতেন। এটা এক ধরণের অভিনব প্রতারণা। রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে তিনি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে বাগেরহাটে এসেছিলেন।

শেয়ার করুণ

Comments are closed.