টপ পোষ্ট

একরাম হত্যায় ৩৯ জনের ফাঁসি

0

বহুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলার তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। প্রধান আসামি বিএনপি নেতা মিনারসহ ১৬ জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ আদেশ দেন।

২০১৪ সালের ২০শে মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্য গুলি করে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।

এ ঘটনায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে মামলা করে একরামের পরিবার। একই বছরের ২৮শে আগস্ট ৫৬ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

এ বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া যুক্তিতর্ক শেষে ১৩ই মার্চ মামলার রায় ঘোষণার দিন ঠিক করেন আদালত।

মামলার চার্জশিটভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৩৬ জন কারাগারে, ১৯ জন পলাতক রয়েছে। এছাড়া র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে মোহাম্মদ সোহেল নামে এক আসামি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন