টপ পোষ্ট

‘সবখানেই এসব হয়, অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাই না’

0

এক আকাশের নিচের পাখি থেকে অন্দরমহলের পরেমেশ্বরীর সফরটা কমদিনের নয়। মাঝে একেবারেই পর্দায় দেখা যায়নি। কল্কাতার ইন্ডাস্ট্রিতে কাটানো কয়েকবছরের অভিজ্ঞতা নিয়ে বলছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কাস্টিং কাউচের বিষয়ে আমার বলার কিছু নেই। কাউচের উলটো দিকে যে মানুষটা বসে আছেন, তাঁর ওপর তো সবসময় সবকিছু নির্ভর করে না। যিনি কাউচে বসেন তাঁর উপরও নির্ভর করে। নির্ভর করে তুমি জীবনে কী চাও। যদি কেউ কাউচে গিয়ে বসেন আমি আপত্তি দেখতে পাই না।

কারণ, কাস্টিং কাউচ যে শুধু ইন্ডাস্ট্রিতে আছে, তেমন তো নয়। কোথায় নেই? সব জায়গায় কাস্টিং কাউচ আছে। অর্ধেক জায়গায় ঢেকে রাখা হয়। আমাদেরটা জানা যায়। তাই আমরা এগুলো নিয়ে এত কথা বলি। এটা নিয়ে আলোচনার কিছু নেই।

যিনি করতে চাইবেন, করবেন। যিনি উপরে উঠতে চাইবেন, উঠবেন। এতকিছু করেও তো কত মানুষ কিছু করতে পারেন না। একটা জায়গায় পৌঁছাতে পারেন না।

এমন অভিজ্ঞতা আছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, থাকলেও আমি বলতে চাই না। কারণ, আমার নেগেটিভ কথা বলতে ভালো লাগে না, সত্যি বলছি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন