টপ পোষ্ট

জামালপুরে ছাত্রদের কাঁধে হাঁটার ঘটনায় মামলা

0

বিশেষ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিশু ছাত্রদের কাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মেলান্দহ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বাদী হয়ে বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স, প্রধান শিক্ষক মো.আসলতজ্জামান, শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান ও একজনকে অজ্ঞাত করে মেলান্দহ থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি স্বীকার করে মেলান্দহ থানার ওসি মো.মাজহারুল করিম জানান,মামলা দায়েরের পর থেকেই আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
অপরদিকে এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে জেলা শিশু সুরক্ষা কমিটির আয়োজনে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে জেলা শিশু সুরক্ষা কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর জেলা মানবাধিকার সংগঠন,জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন,সংস্কৃতি কর্মী কবি সাযযাদ আনসারী,জেলা সমাজতান্ত্রিক দলের সভাপতি আমির উদ্দিন, সাংবাদিক মোস্তফা বাবুল,আনোয়ার হোসেন মিন্টু, বজলুর রহমান,আব্দুল আজিজ, ফজলে এলাহি মাকাম প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানব সেতু নির্মাণ করে। সেই মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি এবং বিদ্যালয়ের জমিদাতা দিলদার হুসেন প্রিন্স। এ সময় সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার পাশাপাশি তাকে হেঁটে যেতে সাহায্য করেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান। বিদ্যালয়ের স্কাউট সদস্যদের নির্মিত মানব সেতুর উপর দিয়ে কোনো শিক্ষার্থীর পরিবর্তে দিলদার হুসেন প্রিন্সের হেঁটে যাওয়ার ঘটনাটি স্থানীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং হেঁটে যাওয়ার ধারনকৃত ছবিটি সেই দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

সূত্র: মানব জমিন

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন