টপ পোষ্ট

ওয়েটারের মুসলিম নাম, ‘জঙ্গি’ ব’লে টিপস্ দিল না গ্রাহক

0

ফের ধর্মবিদ্বেষের বিষয় উঠে এল আমেরিকায়৷ টেক্সাসের একটি রেস্তোরাঁয় এক গ্রাহক, ওয়েটার মুসলিম হওয়ায় তাকে টিপস্ দিতে অস্বীকার করে৷ শুধু তাই নয়, বিলে এও সে লিখে দেয়- সে সন্ত্রাসবাদীদের টিপস্ দেয় না৷ আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় সেই ওয়েটার তুলে ধরতেই নিমেষে সমালোচনার ঝড় ওঠে৷ ঘটনার কথা ছড়িয়ে পড়ে সর্বত্র৷ বিলের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷

জানা গিয়েছে, খলিল ক্যাভিল নামে ওই ওয়েটার টেক্সাসের সাল্টগ্রাস স্টিক হাউস রেস্তোরাঁয় কাজ করে৷ গত ১৫জুলাই এখানে এক কাস্টমার এসে খাবার খান৷ তার বিল হয় ১০৮ডলার৷ যখন ক্যাভিল বিল দিতে যায় তখন সেই কাস্টমার বিলের ওপর লিখে দেয় সে সন্ত্রাসবাদীদের টিপস্ দেয় না৷ কিংকর্তব্যবিমূঢ় খলিল বিষয়টি নিয়ে চুপ থাকলেও পরে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সিদ্ধান্ত নেয়৷

খলিলের পোস্টের পর এক ফেইসবুক ইউজার লেখে- খলিল মুসলমান না হওয়া সত্ত্বেও তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে৷ তার নামের সঙ্গে মুসলিম শব্দ জড়িয়ে রয়েছে তাই এমনটা হল৷ বাস্তবে খলিল ক্যাভিল ক্রিস্টান৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন