টপ পোষ্ট

চিকিৎসককে মারধরের অভিযোগে ঢামেকে কর্মবিরতি

0

মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে সেবা বন্ধ করে দিয়েছেন ঢামেকের চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল গিয়ে দেখা যায় জরুরি বিভাগের চিকিৎসকদের চেম্বার বন্ধ। আইসিইউ চালু থাকলেও নেই চিকিৎসক। সিরিয়াস রোগী থাকায় নার্সরা আছেন সেখানে। পুরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বন্ধ রয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারপিট করা হয়। এতে তিনজন চিকিৎসক আহত হন। আহতরা হলেন, নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের।

এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

শেয়ার করুণ

Comments are closed.