টপ পোষ্ট

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0

আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে দলটি এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবে সীমিত পরিসরে। এজন্য কর্মসূচী ৫ দিন থেকে কমিয়ে ১ দিনে নিয়ে আসা হয়েছে। আর বাকি ৪ দিনের কর্মসূচিতে যে অর্থ খরচ হতো সেটি ত্রাণ তহবিলে খরচ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বেলা ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন বিএনপি নেতারা। মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

এরপর বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

যেখানে দেশের মানুষ ও ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হবে; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন, সেজন্যও দোয়া করা হবে। একইসাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হবে।

শেয়ার করুণ

Comments are closed.