টপ পোষ্ট

দুই দিনের ছুটি নিয়ে ৯ দিন বাড়িতে থাকার পরিকল্পনা!

0

আগামী ২৯ এপ্রিল রোববার বুদ্ধ পূর্ণিমা ওইদিন সরকারি ছুটি। এর আগের দুই দিন ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি।

আগামী পহেলা মে মঙ্গলবার মহান মে দিবস এবং ২ মে বুধবার শবেবরাতের ছুটি। যার ফলে মে দিবসের আগের দিন ৩০ এপ্রিল সোমবার অনেক সরকারি কর্মজীবীরা অতিরক্তি ছুটি নেয়ার পরকিল্পনা নিচ্ছেন। অনেকে আবার ৩ মে বৃহস্পতিবারও ছুটি কাটিয়ে একবারে টানা নয় দিন (২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত) ছুটি কাটানোর পরিকল্পনা করছেন।

গত মঙ্গলবার ১৭ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় এই ছুটির পরিকল্পনা করছেন অনেকেই। সবার মাঝেই টানা ছুটির কারণে এক ধরনের আনন্দের ধারা বইছে। অনেকেই রাজধানী ছেড়ে লম্বা ছুটি কাজে লাগিয়ে গ্রাম থেকে ঘুরে আসারও সিডিউল ইতোমধ্যে নিয়ে ফেলেছেন।

এমনই একজন ছুটিপ্রিয় মানুষ আব্দুল মোক্তাদির। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। বললেন অনেকদিন ধরে শুধু শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিই ভোগ করছেন। এবার সাপ্তাহিক ও অন্যান্য সরকারি বন্ধের মধ্যে দুইদিন ছুটি নিয়ে ৯ দিন গ্রামের বাড়িতে কাটানোর ইচ্ছে আছে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন