টপ পোষ্ট

মহারাষ্ট্রে সরকার দলের অনুষ্ঠানে গরমে ১১ জনের মৃত্যু

0

ভারতের মহারাষ্ট্রের একটি অনুষ্ঠানে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক মানুষ।

মহারাষ্ট্র সরকার আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণের জন্য আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠান চলাকালে সেখানকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন।

এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে নিহত সবার পরিবারের জন্য ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার।

এদিকে, পশ্চিমবঙ্গে রোববার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৩ ডিগ্রি। নাগরিকদের বেলা বারোটার আগে বাইরের কাজকর্ম সেরে ফেলার পরামর্শ দেয়া হয়েছে।

দুপুর থেকে বিকেল চারটা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না বেরোনোর নির্দেশনাও দেয়া হয়েছে।

এদিকে, প্রচন্ড গরমের কারণে আজ থেকে রাজ্যের সব সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেয়ার করুণ

Comments are closed.