টপ পোষ্ট

জাতিসংঘের তালিকায় পাকিস্তানের ১৩৯ সন্ত্রাসী

0

জাতিসংঘের করা সন্ত্রাসের তালিকায় পাকিস্তানের ১৩৯ জনের নাম নতুন করে উঠে এসেছে। গত মঙ্গলবার জাতিসংঘ তার সন্ত্রাসের তালিকা আপডেট করে। সেখানেই নতুন করে ১৩৯ পাকিস্তানির নাম উঠে এসেছে।

নতুন করে তালিকায় উঠে আসা পাকিস্তানিরা হলেন, আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি, ভারতের দাউদ ইব্রাহিম, জামায়াত-দাওয়া প্রধান হাফিজ সাঈদ ও তার ডেপুটি আবদুস সালাম ও জাফর ইকবাল।

এ ছাড়া নতুন সন্ত্রাসের তালিকায় থাকা সংঠনগুলো হলো, আল রশিদ ট্রাস্ট, হরকাতুল মুজাহিদিন, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, ওয়াফা হিউমেনিটেরিয়ান অর্গানাইজেশন, রবিতা ট্রাস্ট, উম্মাহ তামির নাউ, আফগান সাপোর্ট কমিটি, লস্কর-ই জংবি, আল-হারমাঈন ফাউন্ডেশন, ইসলামিক জিহাদ গ্রুপ, তেহরিক-ই-তালেবান-আল আক্তার ট্রাস্ট ইন্টারন্যাশনালসহ আরও বেশ কয়েকটি সংগঠন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন