টপ পোষ্ট

চা বিক্রি করে কোটিপতি মার্কিন মহিলা

0

স্থায়ী চাকরি ছেড়েছিলেন ব্যবসা করবেন বলে৷ সে যে এত সফল হবে তা হয়তো নিজেও বুঝতে পারেননি৷ এই গল্পটা অনেকেরই হতে পারে৷ তবে একজন মার্কিন মহিলা চা বিক্রি করে কোটিপতি হয়ে যাবেন, এই গল্পটা সত্যিই অবাক করে৷ এমনই ঘটনা ঘটেছে কলেরাডোর ব্রুক এডির সঙ্গে৷

ব্রুক ২০০২ সালে ভারতে এসেছিলেন ঘুরতে৷ চাও খেয়েছিলেন৷ কিন্তু সে তো কত পর্যটকই খান৷ তবে এই ভারতীয় চা রীতিমতো পছন্দ হয়ে গিয়েছিল ব্রুকের৷ ভেবেছিলেন নিজের দেশেও এরকম চা পাবেন৷

তবে চার বছর পর দেশে ফিরে হতাশ হতে হয়েছিল ব্রুককে৷ কোথাও ভারতীয় চায়ের মতো স্বাদ পান নি তিনি৷ তাই উদ্যোগটা নিয়েছিলেন৷

খুলেছিলেন নিজের ভারতীয় চায়ের স্টল৷ নাম ভক্তি চা৷ একজন মার্কিনী হয়ে ভারতীয় চায়ের স্টল খুলে ২০০৭ সাল থেকে যে ব্যবসা শুরু করেন তিনি, ২০১৮ সালে তার টার্ন ওভার দাঁড়িয়েছে সাত মিলিয়ন ডলার৷

আমেরিকার একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকের বিশেষত্ব চায়ের ইনফিউশন৷ ভারতীয় চাকে মার্কিনী মোড়কে পেশ করেন ব্রুক৷ সেখানেই ম্যাজিক৷ ২০০৭ সালে যাত্রা শুরু করে কিছু সময়ের মধ্যেই বিস্তর জনপ্রিয়তা লাভ করেন তিনি৷

এখানেই শেষ নয়৷ ভক্তি চা নিজের একটা ওয়েবসাইট খুলেছে ২০১৭ সালে৷ ঘরোয়া ভাবে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা রমরমায় খুশি ব্রুক৷ এরমধ্যে বেশ কয়েকবার ভারত ঘুরে গিয়েছেন ব্রুক৷ এখান রঙিন জীবন, খাওয়া দাওয়ার বৈচিত্র্য তাঁকে বারবার ভারতে টেনে আনে বলে জানিয়েছেন তিনি৷

সিঙ্গল মাদার হিসেবে দুই সন্তানের জননী ব্রুক ইতিমধ্যেই উঠতি ব্যবসায়ীদের মধ্যে প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করে নিয়েছেন৷ সফল ব্যবসায়ী হিসেবে খেতাবও পেয়েছেন তিনি৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন