টপ পোষ্ট

অস্ট্রেলিয়ার হয়ে আর নাও খেলতে পারেন ওয়ার্নার

0

স্টিভ স্মিথ-ড্যারেন লেম্যানের পর এবার ক্রিকেটবিশ্বের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়লেন ডেভিড ওয়ার্নার৷ শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করে স্যান্ড পেপার গেট কাণ্ডের সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেন অস্ট্রেলিয়ার বরখাস্ত সহঅধিনায়ক৷

সেই সাংবাদিক সম্মেলনেই চোখের জল ধরে রাখতে পারেননি নির্বাসিত বাঁ-হাতি অজি ওপেনার৷ শুধু তাই নয় ১২ মাসের নির্বাসনের পর আর অস্ট্রেলিয়া হয়ে না ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ওয়ার্নার৷ কাঁদতে কাঁদেত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওয়ার্নার বলেন,‘১২ মাস পরে নির্বাসনে থেকে মুক্তি পেলেও আমার ক্রিকেট খেলা নিয়ে সংশয় থাকবেই৷’ সাংবাদিক সম্মেলন শেষে এরপর টুইটে ওয়ার্নার লিখেছেন, ‘অনেক প্রশ্নের উত্তরই দিতে পারলাম না৷ সময়ই সব উত্তর দিয়ে দেবে৷’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে, ক্রিকেটের সঙ্গে প্রত্যারণা করায় বারবার ক্ষমা চেয়ে নিয়েছেন ওয়ার্নার৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সম্মান ফেরাতে সবরকম চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি৷ কেপটাউন টেস্টে বল বিকৃতিতে মদত দেওয়ায় সারা জীবন অনুতপ্ত থাকবেন বলে জানিয়েছেন ওয়ার্নার৷ ক্ষমা চাইলেও কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল বিকৃতির পরিকল্পনা কার ছিল সেই নিয়ে মুখ খোলেননি বরখাস্ত অধিনায়ক৷ শুধু নিজের অপরাধ মাথা পেতে নেমে নিয়ে ক্ষমা চেয়ে বলেছেন, ‘সহঅধিনায়ক হিসেবে আমি ব্যর্থ৷ সেই ব্যর্থতায় দায় মাথা পেতে নিতে চাই৷’

বাঁ-হাতি ব্যাটসম্যানকে তাঁর প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই সময়টা পরিবারের সঙ্গে থাকতে চাই৷ পরের ১২মাস কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে৷ ক্রিকেট মাঠে নিজের ফিরে আসা নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে৷ কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকলেও পরিবারের সঙ্গে আলোচনা করেই সেই সিদ্ধান্ত নেব৷’ ওয়ার্নারের এই জবাবের পরই ক্রিকেট দুনিয়ায় প্রশ্ন উঠছে তবে কি কেরিয়ারের শীর্ষে থেকেই কলঙ্কের বোঝা নিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ওয়ার্নার৷

উঠছে আরও একটা প্রশ্ন৷ টুইটে তিনি লিখেছেন ‘সঠিক সময়ে সবকিছু নিয়ে মুখ খুলব৷’ এই মন্তব্যে ঠিক কী বোঝাতে চাইলেন ওয়ার্নার৷ তবে কি বল বিকৃতিতে জড়িত আসল অপরাধী ছাড়া পেয়ে গিয়েছে?প্রশ্নের উত্তর অবশ্য ওয়ার্নার নিজেই দেবেন বলে জানিয়ে রেখেছেন৷

বাঁ-হাতি ওয়ার্নার আগে সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনার দায় নিয়ে ক্রিকেটদুনিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার সদ্য প্রাক্তন অধিনায়ক স্মিভ স্মিথ৷ স্যান্ডপেপার গেট কাণ্ডে জড়িত ব্যানক্রফটও দেশে ফিরে গিয়ে দেশবাসীর কাছে বল বিকৃতি করে চিটিং করার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের পরই কোচিং ছাড়তে চলেছেন ড্যারেন লেম্যান৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন