টপ পোষ্ট

শচিনের ‘সেঞ্চুরিজ অফ সেঞ্চুরি’ ভাঙার লক্ষ্য নয় কোহলির

0

বাইশ গজে বিরাট শাসন! বর্তমান প্রজন্মের মডেল ক্রিকেটার তিনি৷শচিন টেন্ডুলকারের পর যাঁর ব্যাট রাতের ঘুম কেড়ে নিয়েছে বোলারদের, সেই বিরাট কোহলির আসল লক্ষ্য কী?

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১০ বছরেই অন্যদের থেকে অনেক দূর এগিয়ে গিয়েছেন৷ ছাপিয়ে গিয়েছেন অনেককেই৷প্রতিটি সিরিজেই যেন কোনও না কোনও রেকর্ড ভাঙছে তাঁর হাতের উইলো টুকরোটি৷২৯ বছর বয়সেই ৫৬টি আন্তর্জাতিক শতরানের (২১ টেস্ট ও ৩৫ ওয়ানডে) মালিক হয়ে উঠেছেন বিরাট৷আশঙ্কায় শচিনের ১০০টি সেঞ্চুরিও৷

বিশেষজ্ঞদের মতে, একমাত্র বিরাটই পারে শচিনের ‘সেঞ্চুরিজ অফ সেঞ্চুরি’ টপকে যেতে৷দিল্লির এই তরুণ অবশ্য বলছেন এটা তাঁর লক্ষ্য নয়৷দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে সর্বভারতীয় এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে বিরাট জানান, ‘জীবনে আমার লক্ষ্যই হল দেশে স্পোর্টিং কালচার তৈরি করা৷যেখানে প্রতিটি খেলাধূলো সমান গুরুত্ব পাবে৷আশা করি, আগামী ১০-১৫ বছরে সেটা তৈরি হবে’

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আইএসএল-এ নিজের ফ্র্যাঞ্চাইজি এফসি গোয়ার খেলোয়াড়দের চিয়ার-আপ করতে দেখা যায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টনকে৷বিরাটের উপস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল এটিকে-কে ৫-১ গোলে হারায় এফসি গোয়া৷ম্যাচের আগে তাঁর ফুটবল টিমের নতুন জার্সি লঞ্চ করেন বিরাট৷

ভারতীয় ক্রিকেটারদের ফুটবল প্রেম নতুন নয়৷প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের প্রথম পছন্দই ছিল ফুটবল৷আর এক প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও স্কুলে গোলকিপার ছিলেন৷এছাড়াও টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে প্রায় ফুটবল খেলতে দেখা যায় ক্রিকেটারদের৷টিম ইন্ডিয়ায় ফুটবলের গুরুত্ব প্রসঙ্গে বিরাট জানান, ‘আমরা কম বেশি প্রত্যোকে ফুটবল ভালোবাসি৷এটা মোটিভেশন বাড়াতে সাহায্য করে৷আমাকে মাঠে ২০ পাক দৌড়তে বললে বোরিং হব৷কিন্তু ট্রেনিংয়ে ফুটবল খেলতে বললে কোনও অসুবিধা হবে না৷ ফুটবল একটি সুন্দর খেলা৷ প্রত্যেকেই ফুটবল ভালোবাসে৷’

দক্ষিণ আফ্রিকা সফর থেকে জোড়া সিরিজ জিতে সম্প্রতি দেশে ফিরেছে টিম কোহলি৷ অল্পের জন্য টেস্ট সিরিজ হারলেও (১-২) ওয়ানডে এবং টি-২০ সিরিজে ‘সিংহ বধ’ করে বিরাটবাহিনী৷ দক্ষিণ আফ্রিকায় বিরাট সাফল্যের পর চলতি মাসে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ক্যাপ্টেন কোহলি এবং ধোনি ছাড়াও দলের আরও তিন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন জাতীয় নির্বাচকরা৷ফলে এপ্রিলে আইপিএল-এর আগে কোনও ক্রিকেট নেই বিরাটের সামনে৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন