টপ পোষ্ট

দেশে পৌঁছালো ইউক্রেনের সাড়ে ৫২ হাজার টন গম

0

ইউক্রেন ছেড়ে আসা গমবাহী জাহাজ ‘ম্যাগনাম ফরচুন’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটিতে সাড়ে ৫২ হাজার টন গম আছে। ল্যাব টেস্ট বা নমুনা সংগ্রহের পরই গমগুলো খালাস করা হবে।

বৃহস্পতিবার সকালে বন্দরের খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে ইউক্রেন থেকে আসা জাহাজ ‘ম্যাগনাম ফরচুন’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। বৃহস্পতিবার জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করে কয়েক স্তরে পরীক্ষা করার কথা রয়েছে।

সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করে সরকার। ভারত রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। সে ধারাবাহিকতায় গমগুলো আসে বন্দরে।

আবদুল কাদের বলেন, আমরা আজ জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করব। পরে ল্যাব টেস্ট করব। চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিক থাকলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে খালাস প্রক্রিয়া শুরু হবে বলে জানান।

শেয়ার করুণ

Comments are closed.