টপ পোষ্ট

দীর্ঘদিন পর হলে উঠতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

0

দীর্ঘ সময় করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ঢাকা কলেজের আবাসিক হল গুলো বন্ধ ছিল৷ দেড় বছরের বেশী সময় বন্ধ থাকার পর এবার আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে৷ হল খুলতে শিক্ষার্থীদের মাঝে খশির জোয়ার বইতে থাাকে।

২৪ অক্টোবর বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরন করে নেয় ঢাকা কলেজের শিক্ষকগন। দীর্ঘদিন পর আবাসিক হল খোলায় উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা৷ তবে আবাসিক হল গুলোতে সংস্কার কাজ চলমান থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীরা ৷

ঢাকা কলেজের উত্তর হলের আবাসিক শিক্ষার্থী ইসমাঈল হোসেন বলেন, অনেক দিন পর হলে এসে ভাল লাগছে৷ প্রিয় বন্ধু, বড় ভাইদের সাথে দেখা হচ্ছে ৷ হল খুলে দেয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ ৷

আখতারুজ্জাম ইলিয়াস হলের আবাসিক শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, হলে উঠতে পেরে আমরা আনন্দিত ৷ এবার ভালভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারবো ৷ হলের সংস্কার কাজ দ্রুত শেষ হলে আমাদের ভোগান্তি কমবে ৷ আশা করি কলেজ প্রশাসন এই বিষয়ের দিকে নজর দিবেন৷

কলেজের হল ফটক থেকে শিক্ষার্থীদের বরন করে নেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ ৷ এসময় ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড.মোঃ আব্দুল কুদ্দুস সিকদার সহ বিভিন্ন হলের তত্ত্বাবধায়কগন, শিক্ষক মন্ডলী এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন বলেন, হলে উঠার পর শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে ৷ কোন কক্ষের শিক্ষার্থী যদি কোভিড আক্রান্ত হয় তাহলে সাথে সাথে সেই কক্ষ বন্ধ করে দেওয়া হবে৷ আমরা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক থকবো৷

তিনি আরও বলেন, হল গুলোতে সংস্কার কাজ চলমান থাকায় শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তি হবে ৷ তবে বাইরে থাকতে শিক্ষার্থীদের অনেক কষ্ট হবে৷ আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করেই হল খুলে দিয়েছি ৷ সংস্কার কাজ দ্রুতই শেষ হবে৷

শেয়ার করুণ

Comments are closed.