টপ পোষ্ট

শেয়ারবাজারে সূচকে নতুন রেকর্ড

0

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। তবে এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। রোববার (১০ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ২৫.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে। ফলে ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে ডিএসই-৩০ সূচক ১.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৬৫.৭৮ পয়েন্টে। এর আগে ৫ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৭৮.১২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৬.৫৩ পয়েন্টে। ফলে ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। গত ৫ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৫৯৪.৪২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। ডিএসইতে এদিন ১ হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৭২ কোটি টাকা কম।

রোববার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৬০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৯৩৯.৬২ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সার্বিক সিএএসপিআই সূচক ১০৫.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫৪৬.৬১ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এছাড়া, সিএসআই সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৮.৬১ পয়েন্টে। ফলে সিএসআই সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। দিন শেষে সিএসইতে ৮১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৪ কোটি টাকা কম।

শেয়ার করুণ

Comments are closed.