টপ পোষ্ট

আবারও ‘ডাউন’ ইনস্টাগ্রাম-মেসেঞ্জার, ক্ষমা চাইল ফেসবুক

0

কয়েকদিন আগেই সেবা ব্যাহত হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের। একই সপ্তাহে আরও একবার ত্রুটি দেখা দেয় ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং ওয়ার্কস্পেসে। আর এর জন্য গ্রাহক ও এই অ্যাপ ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক।

যেকোনও অ্যাপে বিভ্রাট ট্র্যাক করে ডাউনডেটেক্টর। সেই ডাউনডেটেক্টরে দেখা যায় যে ফেসবুকের মালিকানাধীন ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন গ্রাহকরা। এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়তে থাকে বেশি সংখ্যায়। এরপরই একটি বিবৃতি প্রকাশ করে ফেসবুক। এতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যারা আমাদের সেবা ব্যবহার করতে পারেননি তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

সাম্প্রতিক আউটেজের সময় কিছু ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম ফিড লোড করতে পারছিলেন না এবং অন্যরা ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠাতে পারছিলেন না। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার সেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে তাত্ক্ষণিক ভাবে মিমও তৈরি হয়ে যায়। দ্রুত তা টুইটারে শেয়ারও হতে থাকে।

ভারতে এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘মনে হচ্ছে ফেসবুক এক সপ্তাহে মাত্র তিন দিন কাজ করে। সোমবার এবং শুক্রবার সংস্থা বন্ধ?’

আরও একজন টুইটার ব্যবহারকারী লেখেন, ‘ইনস্টাগ্রামে কি হচ্ছে?’

একজন ব্যবহারকারী কার্টুন চরিত্র বার্ট সিম্পসনের একটি ছবি সহ টুইট করে ফেসবুককে খোঁচা দেন। লেখেন, ‘৪ দিনও হয়নি এবং ইতিমধ্যে আবার ডাউন হয়ে গিয়েছে। ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ!’

এদিকে ইনস্টাগ্রাম নিজের ব্যবহারকারীদের ধৈর্য এবং যাবতী ‘মিমে’র জন্য ধন্যবাদ জানায়।

ফেসবুকের মতে, শুক্রবারের বিভ্রাট সোমবারের সমস্যার সঙ্গে সম্পর্কিত ছিল না।

উল্লেখ্য, এর আগে সোমবার ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ প্রায় ৭ ঘণ্টা ‘ডাউন’ ছিল।

শেয়ার করুণ

Comments are closed.