টপ পোষ্ট

নাইজেরিয়ান প্রতারক গ্রুপের মূলহোতাসহ গ্রেফতার ৩

0

 দেশে একটি নাইজেরিয়ান প্রতারক গ্রুপকে ব্যাংক একাউন্ট সরবরাহকারী মূলহোতা কায়েসসহ তিন জনকে গ্রেফতার করেছে সিআইডি। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে চেক উদ্ধার করা হয়।

আজ রোববার দুপুরে সিআইডি সদরদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।

গ্রেফতারকৃত প্রতারকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে একাউন্ট হোল্ডার সংগ্রহ করতো। আর মূল হোতা কায়েস ব্যাংকে একাউন্ট খুলে নাইজেরিয়ানদের সেসব একাউন্ট সরবরাহ করত বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।

এদিকে, অনলাইনে ভিআইপি সিম বিক্রির নামে প্রতারণার অভিযোগে মিঠুন সরকার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি বলছে, গত এক বছরে ফেসবুকে অনেকগুলো পেজ খুলে মিঠুন ভিআইপি সিম বিক্রির নামে প্রতারণা করে আসছিলো। এসময় প্রতারণার মাধ্যমে অর্জিত ১০ লাখ ১১ হাজার টাকা উদ্ধারের কথাও জানিয়েছে সিআইডি।

শেয়ার করুণ

Comments are closed.