টপ পোষ্ট

গুগল ডুডলে করোনার সতর্কবার্তা

0

বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবাই প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হাত ধোয় থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘর বন্দি হয়ে পড়েছে সবাই। এরই মধ্যে করোনা সংক্রমণ রোধ নিয়ে মানুষকে সচেতন করতে কাজ শুরু করেছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল।

জনগণ ঘরে থেকে জীবন রক্ষার্থে টিপস (বার্তা) পাচ্ছে গুগলে।

গুগলের হোম পেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাবেন কোভিড ১৯ বিষয়ক সচেতনতামূলক চমৎকার একটি বার্তা। ওই ডুডলে শোভা হচ্ছে ‘স্টে হোম, সেভ লাইভস’ ট্যাগ লাইনের।

করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো মানতে বলছে গুগল।

১. বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

২. নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন।

৩. অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

শুক্রবার (৩ এপ্রিল) করোনার ওপর বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল।

শেয়ার করুণ

Comments are closed.