টপ পোষ্ট

বাংলাদেশ ছাড়লেন ৩৬৪জন বিদেশী

0

করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই বাংলাদেশ ছেড়েছেন ৩৬৪ জন বিদেশী। গত দুই দিনে তারা নিজ দেশে ফিরে গেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

যারা বাংলাদেশ ছেড়েছেন তাদের মধ্যে বেশি ভাগেই মালয়েশিয়া ও ভুটানের নাগরিক। এদের অধিকাংশই ঢাকায় অবস্থিত তাদের দূতাবাসে কর্মরত ছিলেন।

বুধবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মালয়েশিয়ার নাগরিকরা। ঐ ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ দেশটির মোট ২২৫ নাগরিক ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ নাগরিক। ঐ দুটি ফ্লাইটে ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।

উল্লেখ্য, বিশ্বের ২ শতাধিক দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমনে মৃতের সংখ্যা ২১ হাজার ২৮৩ জন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটি নতুন করে ৪৮ হাজার ৪৬১ জনকে সংক্রমিত করেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৩৫ জনে পৌঁছেছে।

তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ২১৮ জন। বাংলাদেশেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে। এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে গণ পরিবহন। দেশে এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৪ জন।

শেয়ার করুণ

Comments are closed.